সারাদেশের সম্পদ ঢাকায় ভাগাভাগি: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'আমি গ্রামে বড় হয়েছি। খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে গ্রামকে। কারণ সাধারণ পরিবার থেকে এসেছি। গ্রামের অনেক মানুষের সঙ্গে মিশেছি। সারাদেশের যে সম্পদ, সেটা ঢাকায় ভাগাভাগি হয়। গ্রামের মানুষ তাদের ভাগ চায়। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োচিত নীতি সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শনিবার (১১ জুন) রাজধানীর গুলশানে হোটেল লেক শোর এ সংলাপ অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি তাদেরকে (গ্রামে) প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাদের ভাগ তাদের কাছে পৌঁছে দেবো। সেই প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করতে পারিনি। সামান্য কিছু পেরেছি। সুশাসন, শুদ্ধাচার এসব ভারী ভারী কথা তারা বোঝে না, শুনতে চায় না। তারা খাবার চায়, চাকরি চায়, সড়ক চায়, স্বাস্থ্যসেবা চায়। তাদের সব চাহিদা পূরণ করতে না পারলেও কিছু কিছু পূরণ করার চেষ্টা করি।'
জেডেএ/এএজেড