বকেয়া আদায় বা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে বাধা দিলে ব্যবস্থা: নসরুল হামিদ
গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল আদায় বা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে কেউ কোন প্রকার বাধা দিলে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ লিখেছেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর বাজার এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানকালে সন্ত্রাসীদের হামলায় পল্লী বিদ্যুতের অফিস সহায়ক মো. আব্দুল হান্নান নিহত হয়েছেন। নিহত হান্নানের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।
স্পষ্ট করে বলতে চাই, গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল আদায় বা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে কেউ কোন প্রকার বাধা দিলে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
বগুড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ পাচঁজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্মানিত গ্যাস-বিদ্যুতের গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান জোরদার করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আমরা নিহত হান্নানের পরিবারের পাশে থাকবো। তার পরিবার যেন দ্রুত আর্থিক সহযোগিতা ও ক্ষতিপূরণ পায় সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরইউ/