শিমুলিয়া নৌবন্দর চালু থাকবে: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌবন্দর চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরও ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।
শনিবার (১১ জুন) বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ফেরি ঘাট হয়ে ঢাকায় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে। নদীকে থামিয়ে রাখা যাবেনা। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন জীবিকা থামিয়ে দেওয়া যাবে না। জীবন জীবিকা অব্যাহত থাকবে। কেউ বেকার থাকবে না।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবে না বরং কর্মসংস্থান হবে। গত ১৩বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০,০০০ কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে। ৩৭টি নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন করা হয়েছে।’
এর আগে প্রতিমন্ত্রী জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সঙ্গে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শন করেন। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাবাজার ঘাট এলাকায় জনসভা অনুষ্ঠিত হবে।
এনএইচবি/এমএমএ/