রাষ্ট্রদূত ইতো নাওকি জাপানি অনুদানের প্রকল্প এলাকা পরিদর্শন করেন
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি (ডানে) এবং জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকসান্দ (বাম) জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার্স এবং অন্যান্য অতিথিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি (মাঝখানে)
বৃহস্পতিবার (৯ জুন) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি, জাপান সরকারের সহায়তা সংক্রান্ত গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্রাস রুট হিউম্যান সিকিউরিটি প্রোজেক্ট (জিজিএইচএসপি) এর অধীনে এবং জাগো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘বান্দরবান জেলায় শিক্ষার্থীদের এবং কমিউনিটি শিক্ষকদের জন্য বাস সার্ভিস প্রদানের প্রকল্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
এই অনুদানের মাধ্যমে জাগো ফাউন্ডেশন একটি স্কুল বাস কিনেছে। এর ফলে দূরত্বের কারণে স্কুলে যাতায়াত করতে এবং ফিরে আসতে অসুবিধা হয় এমন ছাত্র এবং শিক্ষকরা নিরাপদে জাগো-এর স্কুলে যাতায়াত করতে পারবে। জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকসান্দ, জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার্স এবং অন্যান্য অতিথিরা প্রকল্পটির উদ্বোধনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইতো নাওকি আশা প্রকাশ করেন যে এই স্কুল বাস-টি ছাত্র এবং শিক্ষকদের নিরাপদে যাতায়াতের পরিবেশ উন্নত করবে এবং বান্দরবানে শিক্ষাপ্রাপ্তির সুযোগবৃদ্ধিসহ নিরবিচ্ছিন্নভাবে শেখার সুযোগ দেবে।
জাপান সরকার শিক্ষা খাতকে সহায়তার জন্য অগ্রাধিকার দিয়েছে। জাপানের অভিজ্ঞতা এবং অর্জনের উপর ভিত্তি করে, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে জাপান সরকার এর পক্ষ থেকে বাংলাদেশী ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ তে তহবিল প্রদানসহ শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার উপকরণগুলির উন্নয়ন এবং বিশেষজ্ঞ পাঠানোর সহায়তা প্রদান করা হয়েছে।
১৯৮৯ সাল থেকে জিজিএইচএসপি-এর অনুদান সহায়তা শুরু করে যা তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। ইতোমধ্যে, জাপান সরকার বাংলাদেশের ২০৮ টি প্রকল্পে ১৬.২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান বর্ধিত করেছে।
এমএমএ/