প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি
অন্যান্য বারের মতো এবারও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। পরবর্তিতে সেই ব্যয় সংশোধিত আকারে দাঁড়ায় ৩৭ হাজার ৫৩৩ কোটি টাকা। আর নতুন অর্থবছর ২০২২-২০২৩ এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ হাজার ৩৬০ কোটি টাকা। অর্থাৎ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৬৬৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (০৯ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল অঙ্কের বাজেট দেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে খাত ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ করে উপরের চিত্র পাওয়া যায়।
প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে যেভাবে বরাদ্দ রাখা হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ১৫৬ কোটি যা ২০২১-২০২২ অর্থ বছরের বরাদ্দ ছিল ৩৩ হাজার ৬১৫ কোটি টাকা যদিও সংশোধিত বাজেটে সেই আকার দাঁড়ায় ৩৩ হাজার ৩৭৫কোটি টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৫ কোটি টাকা যা ২০২১-২০২২ অর্থ বছরে বরাদ্দ ছিল ১ হাজার ৮৩২ কোটি টাকা সংশোধিত আকার দাড়ায় ১ হাজার ৭৮০ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা অন্যান্য সার্ভিস খাতে পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৯ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থ বছরে ছিল ১ হাজার ৭৮৯ কোটি টাকা সংশোধিত আকারে সেই বাজেটের আকার বৃদ্ধি পেয়ে দাড়ায় ১ হাজার ৯২৩ কোটি টাকা।
সশস্ত্রবাহিনী বিভাগে পরিচালন ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ২০২১-২০২২ অর্থ বছরের বরাদ্দ ছিল ৪৪ হাজার কোটি টাকা পরে ব্যয় বেড়ে দাড়ায় ৪৮ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা খাতে ২০২২-২০২৩ অর্থবছরে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩৯ হাজার ৯৯৫ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ২৮০ কোটি টাকা সংশোধিত বাজেট দাঁড়ায় ৩৭ হাজার ১২৬ কোটি টাকা।
এসএম/