ইসির বরাদ্দ কমছে ২৬৫ কোটি টাকা
আসন্ন ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৫৩৯ কোটি টাকা। যা চলতি (২০২১ -২২) অর্থবছরের তুলনায় ২৬৫ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য উপস্থাপন করেন।
প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের বরাদ্দ ধরা হয়েছে মোট ১ হাজার ৫৩৮ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৭৮৯ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৭৪৯ কোটি টাকা।
২০২১-২০২২ সালের বাজেট প্রস্তাবনায় বরাদ্দ ধরা হয়েছিল ১ হাজার ৭২৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ১০ কোটি টাকা ও উন্নয়ন খাতে ছিল ৭১৮ কোটি টাকা। তবে সংশোধনী বাজেটে আরও ৭৫ কোটি টাকা বেশি বরাদ্দ দিয়ে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল ১ হাজার ৮০৪ কোটি টাকা। এক্ষেত্রে পরিচালন খাতে বরাদ্দ দাঁড়ায় ১ হাজার ৩৬ কোটি টাকা ও উন্নয়ন খাতে বরাদ্দ দাঁড়ায় ৭৬৮ কোটি টাকা।
প্রসঙ্গত, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেটের বড় আকারের সঙ্গে সঙ্গে ঘাটতি বাজেটও এবার অনেক। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান।
এদিকে অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।
এমএ/এসজি/