বাড়ছে তালাকের খরচ
নতুন অর্থবছর ২০২২-২৩ প্রস্তাবিত বাজেটে তালাকের খরচ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এনবিআরের তথ্যানুযায়ী, তালাকের রেজিস্ট্রেশন স্ট্যাম্প ছিল ৫০০ টাকা। নতুন ঘোষিত বাজেটে এই অর্থ বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রাজধানীতে তালাকের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ২৪৫টি ডিভোর্স নোটিশ পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে ৫ হাজার ১৮৩টি স্ত্রীরা এবং ২ হাজার ৬২টি স্বামীরা পাঠিয়েছেন।
তালাকের মূল কারণ হিসেবে দেখা গেছে, অভাব, শারীরিক ও মানসিক নির্যাতন, মাদকাসক্তি, যৌতুক, কোভিড-পরবর্তী হতাশা ও পরকীয়া, যোগ করেন তিনি।
কেএম/এমএমএ/