অর্থমন্ত্রীর জীবন-বৃত্তান্ত
অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মাদ মুস্তফা কামাল। লোটাস কামাল নামেও তিনি পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আবু হেনা মোহাম্মাদ মুস্তফা কামাল। তারও আগে তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
মুস্তফা কামাল বাংলাদেশের জাতীয় সংসদে কুমিল্লা-১০ সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। এ ছাড়াও তিনি ২০১৪-১৫ মেয়াদে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বও পালন করেছেন।
আবু হেনা মোহাম্মাদ মুস্তফা কামাল ১৯৪৭ সালের ১৫ জুন কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম বাবরু মিয়া ও মায়ের নাম সায়রা বেগম। লোটাস কামাল দত্তপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ১৯৬২ সালে বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৬৪-১৯৬৭ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে বিকম (অনার্স) ডিগ্রি লাভ করেন।
১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সি ও আইন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে তৎকালীন পুর্ব পাকিস্তানে চার্টার্ড অ্যাকাউনটেন্সি (সিএ) পরীক্ষায় মেধা তালিকায় সম্মিলিতভাবে প্রথম স্থান অর্জন করেন।
পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুস্তফা কামাল এ পর্যন্ত তিনবার সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা জেলার (দক্ষিণ) সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
আরইউ/এসএন