রাজপথ কি ইজারা নিয়েছেন- মির্জা ফখরুলকে কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপিকে রাজপথে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন, অশ্রাব্য ভাষায় গালি গালাজ করবেন, রাজপথ কি ইজারা নিয়েছেন? আমরা রাজপথে আছি। এ অপবাদের প্রতিশোধ ও আপনাদের সমুচিত জবাব দেব। শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দিচ্ছেন আমরা ঘরে বসে আঙুল চুষব? আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’
বুধবার (৮ জুন) রাতে জাতীয় সংসদ অধিবেশনে পদ্মা সেতু নির্মাণে প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে আনিত প্রস্তাব সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতু আমাদের মর্যাদার প্রতীক। অপমানের প্রতিশোধের প্রতীক। সবাইকে অপমান করেছে, গোটা জাতিকে অপমান করেছে, অসন্মান করেছে। এ সেতু আমি দেখি অপমানের প্রতিশোধ।
তিনি বলেন, এ সেতুর নাম সারা বাংলাদেশে মানুষ শেখ হাসিনার নামে পদ্মা সেতু করার দাবি করেছিল। এ সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ আমি এখনও বলব।
বিএনপি মহাসচিবের উদ্দেশে কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব বার বার অশ্রাব্য ভাষায় কথা বলছেন। সারা বাংলাদেশের মানুষ খুশি আপনাদের মন খারাপ, ভীষণ খারাপ। আজকে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার, এ স্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুমকি দিচ্ছেন। আর আমাকে বলছেন আমি ভাষা সংযত করব। আপনাদের কোনো শালিনতা আছে? কী রকম ভাষায় বিএনপি নেতারা টপ টু বটম বক্তৃতা করেন। এ সংসদেও দুই একজন বলে গেলেন।
এসএম/এসএন