পদ্মা সেতুর মূল পরিকল্পনা করে তত্ত্বাবধায়ক সরকার: রুমিন ফারহানা
২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর মূল পরিকল্পনা করে বলে জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেন, সেই সময় ১০ হাজার ১৬১ কোটি টাকার বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প পাস হয়। পদ্মা সেতুকে গোল্ডেন সেতু বলতেই পারি। এ সেতুর পরতে পরতে দুর্নীতি।
বুধাবার (৮ জুন) জাতীয় সংসদে পদ্মা সেতুর উপর উত্থাপিত সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, শুরুতে যখন পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় তখন রেল সেতুর কথা পরিকল্পনা ছিল না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রেল সংযুক্ত করেন এবং নির্মাণ করা হয় ৩৯ হাজার কোটি টাকা। তাই আমরা বলতে পারি গোল্ডেন সেতুতে পরতে পরতে দুর্নীতি। পরে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় আওয়ামী লীগ পদ্মা সেতু নির্মাণের ভার নেয়। এরপর দফায় দফায় বাড়ানো হয় পদ্মা সেতু নির্মাণ ব্যয়। কয়েক দফা বেড়ে এর ব্যয় হয় ৩০ হাজার কোটি টাকা। এটা যদি ভারত, মালয়েশিয়া, চীন ও জাপানের সঙ্গে তুলনা করি তাহলে তাদের খরচ হয় প্রতি কিলোমিটারে ৫০০ থেকে ৭০০ কোটি টাকা।
তিনি বলেন, আমরা যদি ভারতের ভূপেন হাজারিকা সেতুর দিকে তাকাই তাহলে দেখতে পাই, নয় কিলোমিটারের সেতুর নির্মাণের খরচ হয় ১ হাজার ১০০ কোটি রুপি। অর্থাৎ ভারতের একটা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দিয়ে ৩০টি ভূপেন হাজারিকা সেতু নির্মাণ করা সম্ভব।
এসএম/এসএন