‘পদ্মা সেতু’ নামকরণ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি
পদ্মা সেতুর নামকরণ চূড়ান্ত করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। রবিবার (২৯ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে সেতুর নামকরণ 'পদ্মা সেতু' হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন 'পদ্মা বহুমুখী সেতু প্রকল্প' এর আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার 'পদ্মা সেতু' হিসেবে নামকরণ করেছে।
প্রসঙ্গত, পদ্মা সেতুর নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের করার জন্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগসহ দলটির সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি উঠেছিল। এমনকি নামকরণের বিষয়ে একটি সাংরসংক্ষেপও গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল। কিন্তু সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরত দিয়েছেন।
রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে এক সুতোয় গাঁথতে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা নদীর সেতু নির্মাণের কাজে হাত দেয়। মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে এক করে নির্মিতব্য এই সেতুটি আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দোতলা পদ্মা সেতু নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
এনএইচবি/এএজেড