আইনি প্রক্রিয়া শেষ করে পিকে হালদারকে ফেরত দেবে ভারত: পররাষ্ট্রমন্ত্রী
ভারত আইনি প্রক্রিয়া শেষ করে পিকে হালদারকে ফেরত দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শনিবার (২৮ মে) ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন।
জেসিসি বৈঠক পিছিয়ে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরও প্রস্তুতি নেওয়ার জন্য যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) সভা পেছানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত বাংলাদেশকে গম দেবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এই গম আমদানি করা যাবে।
নদী বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে আসামে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এখান থেকেই পূর্ব নির্ধারিত সোমবারের (৩০ মে) জেসিসি বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু অনেক আচমকাই বৈঠক স্থগিত করার কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সফরকালে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। যেহেতু দিল্লির বৈঠক (জেসিসি) স্থগিত হয়েছে তাই রবিবার (২৯ মে) দেশে ফিরছেন তিনি। স্থগিত হওয়ার বৈঠক আগামী ১৮-১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
আরইউ/এমএমএ/