মিরপুরে চির নিদ্রায় শায়িত আবদুল গাফ্ফার চৌধুরী
প্রবীণ সাংবাদিক, অমর একুশের গানের রচয়িতা ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিন এর আগে বিকাল ৫টা ৫ মিনিটে তার মরদেহ কবরস্থানে নেওয়া হয়। পরে তার স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন: প্রেস ক্লাবে গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
এর আগে জাতীয় প্রেসক্লাবে গাফফার চৌধুরীর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজি, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা গাফফার চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর বিকাল পৌনে চারটায় গাফফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
আরও পড়ুন: যতদিন বাংলা ও বাঙালি থাকবে ততদিন গাফফার চৌধুরীও থাকবেন
শনবিার বেলা ১১টা ১৫ মিনিটে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় সরকারে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ মে) লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এনএইচবি/এমএমএ/