প্রেস ক্লাবে গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীকে সম্মান জানিয়েছেন সাংবাদিকরা।
শনিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে গাফফার চৌধুরীর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজি, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গাফফার চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর বিকাল পৌনে চারটায় গাফফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
এরপর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন জাতীয় প্রেসক্লাবের নেতারা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
জানাজা শেষে গফাফার চৌধুরীর কফিনে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয় প্রেসক্লাব, প্রধানমন্ত্রী প্রেস উইং, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাব-এডিটরস কাউন্সিল, এডিটরস গিল্ড, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, পিআইবি, বরিশাল বিভাগ সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এর আগে দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হয়। সেখানে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানান শত শত মানুষ।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে। তার শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ মে) লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
লন্ডনে তাকে শ্রদ্ধা জানান সেখানে বসবাসরত বাংলোদেশী কমিউনিটি। শনিবার (২৮ মে) বেলা ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সরকারের পক্ষে মরদেহ গ্রহণ এবং শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় সরকারে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
এনএইচবি/এমএমএ/