দেশের মানুষের ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে: তনিমা চৌধুরী
বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি দেশের মানুষের ভালোবাসা দেখে আপ্লুত তাঁর মেয়ে তনিমা আফরোজ চৌধুরী। তিনি বলেন, আমরা জানি সে (বাবা) বাংলাদেশের লোকদের খুবই ভালোবাসতেন। আজ বাবার প্রতি মানুষের যে শ্রদ্ধা দেখলাম তাতে আমাদের পরিবারে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
শনিবার (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ী মঞ্চ করে সেখানে রাখা হয় বরেণ্যে সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ। দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে অনেকেই শ্রদ্ধা জানাতে আসেন। পুরো শহীদ মিনার এলাকা মানুষের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।
বাবা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ এর সঙ্গে পরিবারের সদস্যরাও এসেছেন ঢাকায়। শ্রদ্ধা জানানোর সময় তাঁর কন্যা তনিমা আফরোজ চৌধুরী পুরোটা সময় নিজ হাতে শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছিলেন। যখন মানুষ শ্রদ্ধা জানাচ্ছিলেন বাবার কফিনে হাত দিয়ে যেন বাবার শরীরকে রক্ষা করছিলেন মনে হচ্ছিল ফুলের তোঁড়ায় শ্রদ্ধেয় গাফফার চৌধুরীর কষ্ট পাবেন সেজন্যই এমনটি করছিলেন।
শ্রদ্ধা জানানোর ফাঁকে ঢাকাপ্রকাশকে দেওয়া সাক্ষাৎকারে তনিমা আফরোজ চৌধুরী বলেন, “আমরা জানি সে বাংলাদেশের লোকদের খুবই ভালোবাসে। আমরা কৃতজ্ঞ। আমাদের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিচ্ছি। আমার আব্বা সারাজীবন বাঙালিদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের অনেক কাজ করেছেন। আমার আব্বা যদি বেঁচে থাকতেন খুবই খুশি হতেন।”
এসএম/