সমকালের সবচেয়ে বড় বটবৃক্ষটির পতন ঘটল: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গাফফার চৌধুরীর চির বিদায়ের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতির সমকালের সবচেয়ে বড় বটবৃক্ষটির পতন ঘটল। দেশবরেন্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কলমিষ্ট আব্দুল গাফফার চৌধুরীর তুলনা তিনি নিজেই। তিনি মরে গেলেও একুশের অমর সেই গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির মাঝে তিনি বেঁচে থাকবেন।’
শনিবার (২৮ মে) বেলা ১টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়।
এ সময় তাকে শ্রদ্ধা জানান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনে নেতারা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ’আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানার সঙ্গে ঘনিষ্ঠ সর্ম্পক ছিল এবং দুঃসময়ে, সঙ্কটে তিনি পরামর্শ দিতেন। আজকের এই চলমান বিশ্বের সঙ্কটে জাতিকে পরামর্শ দেওয়া, আজকে আমরা যারা ক্ষমতার মঞ্চে আছি আমাদেরকে পরামর্শ দেওয়ার সংস্কৃতির বিজক ও খাদক তিনি।’
শেষবারের মতো বলব, তিনি চলে গেলেও বঙ্গবন্ধর স্বপ্নের সঙ্গে গাফফার চৌধুরী নিজের স্বপ্নকে মিশিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। আসুন আমরা সেই কাজটা আনন্দ চিত্তে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করি, যোগ করেন তিনি।
এর আগে এদিন সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটযোগে লন্ডন থেকে ঢাকা পৌঁছায় আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে প্রয়াতের স্বজনরাও একই ফ্লাইটে ঢাকায় আসেন।
এসআইএইচ/