শেষ মুহূর্তে স্থগিত বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক
বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক শেষে ড. মোমেন দিল্লির সোমবারের (৩০ মে) বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।
জেসিসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এখন ভারতে অবস্থান করছেন। আসামের গুয়াহাটিতে বেসরকারি উন্নয়ন সংঘের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া দু'দিনের নদী সম্মেলন শেষ করে নয়াদিল্লি পৌঁছানোর কথা ছিল তার।
বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শাসমসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা আছেন। কিন্তু শেষ সময়ে বৈঠকটি স্থগিত হয়ে গেল।
সাইডলাইনে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে বলেন, লম্বা সময় ধরে আমরা আমাদের সম্পর্কের অনেক ইস্যু নিয়ে আজকে এখানে আলোচনা করলাম। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দু'দিনের মাথায় দিল্লিতে জেসিসির পূর্বনির্ধারিত যে বৈঠক রয়েছে তা পিছিয়ে দেওয়ার। তাই সোমবারের বৈঠকটি স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে উভয়ের সুবিধাজনক সময়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন ড. মোমেন। তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠক স্থগিত করার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
আরইউ/