মিয়ানমার থেকে আসা ক্রিস্টাল মেথসহ আটক ১
ছবি : সংগৃহীত
মিয়ানমার থেকে আসা ক্রিস্টাল মেথের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাঁচ কোটি টাকা মূল্যমানের এই চালানের সঙ্গে এক ‘মাদক পাচারকারীকেও’ আটক করা হয়েছে। রোববার (নভেম্বর) বিজিবি এ তথ্য জানায়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিআরএম-৮ থেকে আনুমানিক ৯০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ দক্ষিণ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ আইস এর একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেবে একটি বিশেষ টহলদল দ্রুত ওই এলাকায় গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরে শনিবার রাত সাড়ে ৯টায় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিকে একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে। টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতিকারীদের মধ্যে একজন ব্যতিত বাকীরা নৌকা থেকে লাফ দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদীতে সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
টহলদল স্পিড বোট দিয়ে চারদিক থেকে ঘেরাও করে নৌকায় অবস্থানরত একমাদক পাচারকারীকে আটক করে। এসময় নৌকাটি তল্লাশী করে একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগটি তল্লাশী করে এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
এনএইচ/এমএমএ