আমাকে পাগলা গারদে পাঠালে মোটেই কষ্ট পাব না: সিইসি
অসুস্থতার জন্য কেউ পাগলা গারদে পাঠালে কষ্ট পাবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, “বিএনপির একজন বড় নেতা বলেছেন এই লোকটা (সিইসি) উন্মাদ হয়ে গেছে, উন্মাদ লোকটিকে এই মুহুর্তে পাগলা গারতে পাঠিয়ে দেওয়া উচিত। তিনি হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছেন, যেহেতু একটা মানুষ পাগল হয়ে গেছে তার চিকিৎসার একটা দায়িত্ব যে কোনো মানুষ বহন করতে পারেন। এটাকে দোষনীয় মনে করিনা। উনি বিশ্বাস করেন সিইসি পাগল হয়ে গেছেন, তাকে এখনই পাগলা গারদে পাঠানো উচিত এবং উনি যদি দায়িত্বটা নিয়ে আমাকে পাঠান আমি কিন্তু মোটেই কষ্ট পাব না বরং ধন্যবাদ দেব। যে কোন মানবিক মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে একটা লোক অসুস্থ হলে চিকিৎসা করাতে চাইবেন।”
মঙ্গলবার (২৪ মে) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এসময় পাশে ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান। সম্প্রতি বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন সিইসি উন্মাদ হয়ে গেছে তাকে পাগলা গারদে পাঠানো উচিত। নাম উল্লেখ না করে সিইসি বলেন তিনি বড় নেতা আমরা আশা করি তারা হয়তো বলতে পারেন, পাগলা গারদ বলতে পারেন। তিনি হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেহেতু একটা মানুষ পাগল হয়ে গেছে, তার চিকিৎসার একটা দায়িত্ব যে কোনো মানুষ বহন করতে পারেন, এটাকে দোষনীয় মনে করিনা।
সিইসি হাবিবুল বলেন, ইভিএম এর ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি এমন একটি বক্তব্যে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিব্রত অবস্থা পড়েন সিইসি। সেই বিষয়টি পরিস্কার করতে গিয়ে এসব কথা বলেন তিনি। পুরস্কার ঘোষণা নিয়ে প্রফেসর কলিমুল্লাহর বক্তব্যের জবাবে সিইসি বলেন, “তিনি (কলিমুল্লাহ) ভদ্রভাবে বলেছেন যে এত টাকা উনি (সিইসি) কোথা থেকে দেবেন। টেন মিলিয়ন ডলার কত টাকা আমি জানি না। হিসাব করতে ক্যালকুলেটর লাগবে। কত কোটি কোটি টাকা আমরা জানা নেই। আমি যদি কোনো ঘোষণাই দেব তাহলে আপনাদের (গণমাধ্যমের) সামনে কথা বলব। আর না হয় নামাজে সিজদায় বলব। আমি কোথায় বলেছি?”
এসএম/এএজেড