জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়কের পরিচয়পত্র পেশ
জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়ক জিন লুইস রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (২৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিন লুইস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছ থেকে একটি চিঠি হস্তান্তর করেন, যার ফলে আনুষ্ঠানিকভাবে মিয়া সেপ্পোর উত্তরসূরি হয়ে তার নতুন ভূমিকায় প্রবেশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জিন লুইসকে বাংলাদেশে স্বাগত জানান এবং উন্নয়ন, শান্তি ও নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। তিনি সংক্ষিপ্তভাবে সংকটের ঐতিহাসিক মূল ও পটভূমি বর্ণনা করেন। মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য তিনি জাতিসংঘ সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ভাসানচরে জাতিসংঘের সংস্থাগুলোর কাজ শুরু করার গুরুত্বের উপরও গুরুত্ব আরোপ করেন। তিনি রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
জিন লুইস তাকে দেওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
আরইউ/এমএমএ/