স্মৃতিভ্রম হয়ে পুরস্কার ঘোষণা করেন ইসি: সিইসি
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান ইভিএমের ভুল-ত্রুটি ধরতে পারলে যে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার কথা বলেছেন তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, স্মৃতিভ্রম হয়ে পুরস্কার ঘোষণার কথা বলেছিলেন ইসি আনিছুর রহমান।
মঙ্গলবার (২৪ মে) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এসময় পাশে ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান।
এবারও কি রাতে ভোট হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, দিনের ভোট দিনেই হবে।
এর আগে, শনিবার (২১ মে) দুপুরে মাদারীপুরে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ইভিএমের কোনো ভুল-ত্রুটি যদি কেউ ধরতে পারে, তার জন্যে প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা প্রদান করেছেন।
নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্যটাকে উদ্ভট বললেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘মাননীয় কমিশনার (আনিছুর রহমান) যে বক্তব্য দিয়েছেন, এটা উনার বক্তব্য নয়। উনি আর একজনের কাছ থেকে শুনে কোড করতে গিয়ে হয়ত একটু বিভ্রান্তি হয়ে গেছে। ইভিএম এর ত্রুটি ধরে দিতে পারলে টেন মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণাটি নির্বাচন কমিশনার তো দূরের কথা নির্বাচন কমিশনের একজন কর্মচারীও বলেননি। তবে একটি প্রতিষ্ঠান বক্তব্যের কোড করতে গিয়ে মিসকোড হয়েছে, হয়ত তিনি বলেছেন। স্মৃতিভ্রম হয়ে কথাটি বলে ফেলেছেন।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘টেন মিলিয়ন ডলার একটা ঘোষণা। টেন মিলিয়ন ডলার দেওয়া হবে যদি ইভিএমে সামান্যতম ত্রুটি পাওয়া যায়। টেন, মিলিয়ন এবং ডলার এই তিনটা শব্দ আমি বিগত ৬ মাসে উচ্চারণ করেছি বলে আমার মনে পড়ে না। টেন শব্দটি উচ্চারণ করিনি, মিলিয়ন শব্দটি উচ্চারণ করিনি এবং ডলার শব্দটি উচ্চারণ করিনি। এটা ঠিক আছে আমার সহকর্মী বলেছেন, উনি কিন্তু সেইভাবে মোটেই বলেননি। উনি কোনো একটা জায়গায় বলেছেন , এটা হয়ত বলতে পরেন। কিন্তু আমরা জেনেছি এ ধরনের একটা বক্তব্য গতকাল শোনার পর ভেতরে ভেতরে তদন্ত করতে শুরু করলাম। যতদূর জানলাম কথাটি পুরোপুরি সত্য টেন মিলিয়ন ডলার শব্দটা এসেছে। এটা কিন্তু কেউ তার ভালোবাসা থেকে উচ্ছ্বাস থেকে অভ্যন্তরীণ যখন ইভিএম নিয়ে কাজ করছিলাম এটা যারা তৈরি করেছেন এটাকে যারা ব্যবহার করতে চান.. খুব স্বাভাবিক ওয়াল্টন যদি ওয়াল্টনের পক্ষে বলেন এটা দোষনীয় নয়। আমি পণ্য কিনব পরখ করে কিনব।’
তিনি বলেন, ইভিএম নিয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। আমরা আরও মিটিং করব। মাত্র ৫/৭ দিন আগে চিঠি দিয়ে সবাইকে অবহিত করলাম যে আমরা ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনো রকম চাপে মাথা নিচু করিনি, করব না। আমরা যদি ঘোষণাই করে দেই তাহলে আবার কালকেই (বুধবার) মিটিং করব কেন? আরও মিটিং হবে। পুরো পুরি আস্থাভাজন হয়নি এখনও। আরও মিটিং হবে। ইভিএম নিয়ে সকলের আস্থা অর্জন করতে চাই। নির্বাচনকে প্রহসনে রূপান্তর করা বা রপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি আমাদের ইচ্ছা নেই সেটা বলছি। সুন্দর নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে সুস্থ ধারা প্রবাহিত হোক। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও সুদৃঢ় হোক, সুসংহত হোক এটা দেশের নাগরিক হিসেবেও আমরা একান্তভাবে কামনা করি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে সিইসি বলেছেন টেন মিলিয়ন ডলার একটা ঘোষণা দিয়েছেন। এটা আমার কাছে একটা উদ্ভট কথা মনে হয়েছে। চিফ ইলেকশন কমিশনার এধরনের উদ্ভট কথা বলতেই পারেন না। কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। আমি অনুরোধ করব বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করবেন। এতে করে নির্বাচন কমিশন অবনমিত হয়েছে। নির্বাচন কমিশনের যে মর্যাদা সেটাও ক্ষুন্ণ হয়ে যাবে, নির্বাচন কমিশনের উপর যে মানুষ আস্থা আনতে চায় শুরুতেই যদি সে আস্থা বিনষ্ট হয়ে যায় তাহলে নির্বাচন কমিশন আগামী যে জনপ্রত্যাশিত নির্বাচন সেটাও বাধাগ্রস্ত হতে পারে।
এসএম/আরএ/