ভারতগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু মঙ্গলবার
আগামীকাল মঙ্গলবার (২৪ মে) সকাল ৮টা থেকে ভারতগামী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের টিকিট দেয়া শুরু হচ্ছে। শুধুমাত্র কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে পাওয়া যাবে টিকিট।
করোনার কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর ২৯ মে চালু হচ্ছে আগামী ২৯ মে চালু হচ্ছে ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস৷ করোনাভাইরাস মহামারির দুদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এদিকে, প্রথমবারের মতো ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস চলবে ১ জুন থেকে। ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চ্যুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এ রেলপথ উদ্বোধন করেছিলেন।
এরপর ২০২১ সালের ২৭ মার্চ এ রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল। সে সময় বলা হয়েছিল, সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী ছেড়ে যাবে।
কিন্তু মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি। ১ জুন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চ্যুয়ালি এ পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।
আরইউ/এমএমএ/