'বাংলাদেশকে তেল কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়া'
রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (২৩ মে) বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
নসরুল হামিদ বলেন, কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ।
গত বছর নভেম্বরে সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ায়। এর কারণ হিসেবে বিশ্ব বাজারে দাম বাড়ানোর কথা বলা হয়।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সত্ত্বেও রাশিয়া থেকে 'সস্তায়' ডেল কিনছে অনেক দেশ। ইতোমধ্যে ভারত সস্তায় ৫০ লাখ ব্যারেল তেল কিনেছে। চীনও রাশিয়া থেকে কম দামে তেল কিনছে।
যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত তেল কিনছে রাশিয়া থেকে। বাংলাদেশের উপরও চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের। পর্যবেক্ষকরা বলছেন, সেই চাপ উপেক্ষা করে কীভাবে তেল কেনা যায় সেটাই ভাবতে হবে বাংলাদেশকে।
আরইউ/আরএ/