৬৯ জন প্রকৌশলীকে সম্মাননা দিলো আইইবি
লেখা ও ছবি : সাইফুল ইসলাম রনি
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন বাংলাদেশে (আইইবি) বিভিন্ন সময়ে নেতৃত্বদানকারী কৃতী প্রকৌশলীদের মরণোত্তর ও আজীবন সম্মাননা এবং ইদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
ঢাকার রমনায় আইইবি সদর দফতর শহীদ প্রকৌশলী ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় ১৯৪৮ সালে গড়া এই সংগঠনে নানা সময়ের বরেণ্য মানুষদের সম্মান জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা বলেছেন, ‘আমরা এ বছর প্রথমবারের মতো মোট ৬৯ জন কৃতি প্রকৌশলীকে আজীবন সস্মাননা দিয়েছি। ১৭ জন প্রকৌশলীকে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে। তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেছেন।’
প্রধান অতিথি হিসেবে এই সম্মাননা ও ইদ পুণমিলনীতে অংশ নিয়েছেন বরেণ্য প্রকৌশলী ও সাবেক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং আইইবির প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) উপস্থাপনা করেছেন।
সভাপতি ছিলেন আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা।
অংশ নিয়েছেন আইইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী ও প্রকৌশলী মো. রনক আহসান।
সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলীরা এই অনুষ্ঠানে এসেছেন।
ওএস।