দৈনিক জমা নিয়ে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক মুখোমুখি
জাতীয় প্রেসক্লাবের ভেতরে সিএনজি অটোরিকশার জমার টাকা বাড়ানোর দাবিতে কর্মসূচি চলছে মালিকদের। আর বাইরে জমার টাকা না বাড়ানোর দাবিতে কর্মসূচি চলছে চালকদের।
শনিবার (২১ মে) দুপুরে এ পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনা ঘটে। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি উত্থাপন করেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। তারা বলছে, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় এবং সরকারি ট্যাক্স বাড়ায় নির্ধারিত দৈনিক জমার চেয়ে অতিরিক্ত টাকা নিতে বাধ্য হচ্ছেন তারা। এজন্য স্থায়ীভাবে দৈনিক জমার পরিমাণ বাড়ানোর দাবি জানান তারা।
ঐক্য পরিষদের সভাপতি মো. বরকত উল্লাহ বলেন, অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজর ২০০ টাকা এবং মিটারে প্রতি কিলোমিটারে ২০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।
অন্যদিকে, প্রেসক্লাবের বাইরে মানববন্ধনে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা, মিশুকচালক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ সরকারনির্ধারিত দৈনিক জমার চেয়ে অতিরিক্ত টাকা জমা নেয়। এ কারণে তারা সড়কে মিটারে ভাড়া নিতে পারেন না।
ঢাকা জেলা সিএনজি অটোরিকশা, মিশুকচালক ও শ্রমিক ইউনিয়নের নেতা সাখাওয়াত হোসেন বলেন, এমনিতেই মালিকেরা ৯০০ টাকার জায়গায় ১ হাজার ২০০ টাকা জমা রাখেন। মালিকেরা শিফট ভেদে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ১০০ টাকা পর্যন্ত জমা রাখেন, যা অন্যায়। অটোরিকশার দৈনিক জমা কোনোভাবেই ৯০০ টাকার বেশি আইন করে নেওয়া যাবে না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. জব্বার মিয়া, মিজানুর রহমান, নূর রশিদ, রুহুল আমিন প্রমুখ।
আরইউ/এসএন