বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ইইউ
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার (২০ মে) ব্রাসেলসে যৌথ কমিশনের বৈঠকের পর ইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ইউরোপের ২৭ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সংস্থাটি।
বৈঠকে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। আলোচনায় গণতন্ত্র, আইনের শাসন তথা সুশাসন নিশ্চিত করার বিষয়ে কথা হয়।
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানানোর সরকারি সিদ্ধান্তের প্রশংসা করে ইইউ। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ীদের বিচারের মুখোমুখি তথা জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেয় ইইউ।
নাগরিকদের অনলাইন ও অফলাইনে মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিশেষত ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) নিবর্তনমূলক ধারাগুলোর এখনও বিলুপ্তি বা সংশোধন না হওয়ার পর্যবেক্ষণ তুলে ধরে ইইউ।
আরইউ/এসএন