ঢাকাসহ সারাদেশে গরম আরও বাড়বে
সারাদেশে অসহনীয় গরম পড়ছে। গত সপ্তাহে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশব্যাপী বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ দেশের সর্বত্র গরম কম ছিল। কিন্তু চলতি সপ্তাহব্যাপী সারাদেশে গরম পড়ছে, বিশেষ করে রাজধানীতে অসহনীয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার (১৮ মে) গরম আরও কিছুটা বেশি অনুভূত হতে পারে। দেশের সর্বত্রই এ অবস্থা হতে পারে। এদিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস হবে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (১৭ মে) আবহাওয়া অধিদপ্তর রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছে গাজীপুরে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবারও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম এবং বৃষ্টির বিষয়টি নির্ভর করছে উত্তরের মেঘমালার উপর। দেশের উত্তর প্রান্তে বড় মেঘমালা সৃষ্টি হলেই কেবল রাজধানীবাসী বৃষ্টির আশা করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে জানান, এ মুহূর্তে দেশের উত্তর প্রান্তে মেঘমালা সৃষ্টির আশা খুবি কম। সারাদেশেই গরম কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণও কমে আসবে। মঙ্গলবারও সারাদেশে বৃষ্টি কম হয়েছে।
তিনি আরও জানান, এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ গড়ে প্রায় ৭০ শতাংশ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে বেশি গরম অনুভূত হয়।
বুধবার সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০ থেকে ৭০ শতাংশ হতে পারে, যোগ করেন তিনি।
মঙ্গলবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে তাপ কমার কারণ বৃষ্টিপাত। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় এখানেই--৩৭ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এমএমএ/