পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার প্রস্তাব
বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর নাম “শেখ হানিসা সেতু নাম করণের প্রস্তাব করেছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনা ছাড়া পদ্মা সেতু এটা তাকে অসন্মান করা হবে। উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা কি চান পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করা হোক? উপস্থিত সকলই হ্যাঁ বলে জবাব দেন। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলে আওয়ামী লীগের পক্ষ থেকে পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার প্রস্তাব করছি।
মঙ্গলবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা যদি সেদিন ফিরে না আসতেন তাহলে নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করার সাহস পেতাম না। পদ্মা সেতুর নাম সারা জাতি শেখ হাসিনার নামে নামকরণ করতে চায়। আমিও প্রস্তাব দিয়েছি পার্লামেন্ট। সারা বাংলাদেশ থেকে প্রস্তাব আসছে সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে পদ্মা সেতু যেন শেখ হাসিনা সেতু করা হয়। শেখ হাসিনা পদ্মা সেতু রাখার প্রস্তাব। এই দাবি আওয়ামী লীগের। কিন্তু তিনি চান না, শেখ রেহানা চান না। তারা চান পদ্মা সেতু পদ্মা সেতুই হবে। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানেন সহকর্মীরা উপস্থিত সবাই না না বলে চিৎকার করেন।
পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা করে কোন কোন নেতা বক্তব্য দেওয়ায় চটেছেন ওবায়দুল কাদের। তাদের উদ্দেশে তিনি বলেন, “নেতৃবৃন্দকে বলতে চাই দয়া করে ধর্য্য হারা হবেন না। হঠাৎ করে এক এক জন এক একটা তারিখ ঘোষণা করছেন। তারিখ দেবেন শেখ হাসিনা। সামারি যাচ্ছে। তিনিই ডেট দেবেন কখন উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা আপা আছেন তাকে বলছি আপনি উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন। সব ঠিক শুধু দিনক্ষণ ঠিক করার জন্য আছে। তবে আগামী জুন মাসেই পদ্মা সেতু পুরোপুরি চালু করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনা আমাদে পরবর্তি জেনারেশনের নেতা। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, রাজনীতিকের সীমানা পেরিয়ে স্টেইট ম্যান। শেখ হাসিনা দুরদর্শী নেতৃত্বের কারণে শুধু রাজনীতিক স্টেইটম্যান। শেখ হাসিনা শুধু পরবর্তি নির্বাচন নিয়ে ভাবে না, শেখ হাসিনা ভাবে পরবর্তি জেনারেশন নিয়ে। শেখ হাসিনা আমাদের জেনারেশনের জন্য স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, তিনিই হচ্ছেন শেখ হাসিনা। অন্ধকারের মধ্যে ঝড় মধ্যে দুর্যোগের মধ্যে আমাবশ্যার অন্ধাকারের মধ্যে নতুন করে বাঙালি জাতি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। শেখ হাসিনার আগমনে নতুন স্বপনে এগিয়ে যাচ্ছিলাম। সেদিন শেখ হাসিনা ছিলেন আলো হাতে আধারের দিশারী। তার নেতৃত্ব গুণে তিনি ফিরে এসে বাংলাদেশে প্রথম অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে বঙ্গবন্ধু কন্যা সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলেন। বাংলার মানুষকে সামনে দেখার পথ নির্দেশ করেছিলেন।
কাদের বলেন, জননেত্রী শেখ হাসিনা তিনি বার বার মৃত্যৃর মিছিলে দাড়িয়ে জীবনের জয়গান গেয়েছেন। গত ৪৭ বছরে সব চেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। গত ৪৭ বছরের সব চেয়ে সৎ রাজনীতিকেততর নাম শেখ হাসিনা, সফল কূটনীতকের নাম শেখ হাসিনা, সাহসী নেতার নাত শেখ হাসিনা, জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। শেখ হাসিনা এসেছিলেন বলে সীমান্ত সমস্যার সমাধান হয়েছিল। শেখ হাসিনা বলেছিলেন ছিটমহল বিনিময় হয়েছিল শান্তিপূর্ণভাবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার সম্পূর্ণ পথ পাথর বেছানো। পাথর বিছানো পথ অতিক্রম করে এখানে এসছেন। আজকের দিনের শপথ সামনের দিনগুলোতে পাথর ডিঙিয়ে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আমরা ঝড় বৃষ্টি আধার রাতে নেত্রীর সঙ্গে থাকব।
এসএম/এএজেড