বাংলাদেশের তথ্যের ভিত্তিতেই পি কে হালদার গ্রেপ্তার: দোরাইস্বামী
বাংলাদেশের তথ্যের ভিত্তিতেই প্রশান্ত কুমার (পি কে) হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান হাইকমিশনার। তবে পি কে হালদারকে ফেরত আনতে সময় লাগতে পারে বলেও জানান বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে। এটি উভয়পক্ষের নিয়মিত সহযোগিতার একটি অংশ।
ভারতীয় হাইকমিশনার বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার ব্যাপার। আমাদের কাছে যে ধরনের তথ্য আছে তার ভিত্তিতে একটা সময় বাংলাদেশকে জানানো হবে। তবে আপনাদের বুঝতে হবে, এটি কিন্তু কোনো বড়দিনের কার্ড বিনিময় নয়। এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ধীরে ধীরে হতে দিন। আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি।
এদিকে, কয়েক হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা ও আত্মসাৎ ঘটনার হোতা পি কে হালদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের আদালত। ভারতের এখন পর্যন্ত ১৫০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার কলকাতার আদালতে (স্পেশাল কোর্ট) তোলা হয় পি কে হালদারকে। এ সময় ১৪ দিনের রিমান্ড আবেদন করে ইডি।
আরইউ/এএজেড