অবিলম্বে আদেশ কার্যকর, ১৭ কর্মকর্তার বিদেশ সফর বাতিল
বেশ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ যাওয়া সীমিত করতে সোমবার (১৬ মে) পরিপত্র জারি করে তালিকা প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা। পরিপত্র জারির কয়েক ঘণ্টার ব্যবধানে এই আদেশ অবিলম্বে কার্যকর করে দুই মন্ত্রণালয়ের ১৭ কর্মকর্তার বিদেশ সফর বাতিল করা হয়েছে।
সোমবার (১৬ মে) সেতু বিভাগ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১৭ কর্মকর্তার বিদেশ সফর বাতিল করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের ৫ কর্মকর্তার মালয়েশিয়া সফর বাতিল করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ মে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সেটি বাতিল করেছে সেতু কর্তৃপক্ষ।
একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক আদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মন্ত্রণালয়ের ১২ জন কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আগামী ২৮ মে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল ওই কর্মকর্তাদের।
এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।
পরিপত্রে বলা হয়, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাসফর, এক্সপোচার ভিজিট, এপিএ এবং ইনোভেশনের আওতামুক্ত ভ্রমণ ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশ নেওয়াসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত বুধবার (১১ মে) সরকারি ক্রয়সংক্রান্ত সভার পর অনলাইন মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে বলেন, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এখন থেকে বিদেশ সফর আর নয়। যদি বিশেষ কারণে কর্মকর্তাদের বিদেশ সফরে যেতে হয়, তাহলেই যাবেন, অন্যথায় নয়। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমানো হচ্ছে, কমানো হবে।’
এনএইচবি/এএস