পি কে হালদারকে ফেরাতে ব্যবস্থা নেব: পররাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শনিবার (১৪ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পি কে হালদার ভারতে গ্রেপ্তার হওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। আনুষ্ঠানিকভাবে জানার পর ব্যবস্থা নেব।’
অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে দুদক কাজ করছে। টাকা পাচারকারীরা দেশের শত্রু। পি কে হালদারের মতো মানুষদের ধরে আনলে দৃষ্টান্ত তৈরি হবে।
পি কে হালদারকে শনিবার (১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করেছে ভারত সরকারের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে ‘চন্দ্রাবতী একাডেমি’ আয়োজিত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্মরণসভা ও আলোকচিত্র গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়। সুরের ধারার চেয়ারম্যান ও প্রখ্যাত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মুহাম্মদ সামাদ।
আরইউ/এমএমএ/