রোহিঙ্গা প্রত্যাবাসনে ম্যানিলার সমর্থন চায় ঢাকা
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ফিলিপাইন ও আসিয়ানের চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার (১১ মে) বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগার সঙ্গে বৈঠকে এ সমর্থন প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠককালে ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশে কাজ করার সময় সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।
ঢাকায় নতুন রাষ্ট্রদূতের মেয়াদকালে বাংলাদেশ-ফিলিপাইন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশকে ফিলিপাইনের স্বীকৃতি দেওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
শাহরিয়ার আলম আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারে বাংলাদেশের সদস্য পদের জন্য ফিলিপাইনের সমর্থন চান। ফিলিপাইনের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক কারণে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ফিলিপাইন ও আসিয়ানের সমর্থন চান।
ফিলিপাইনের মানবসম্পদ প্রশিক্ষণ, নার্সিং এবং স্বাস্থ্য-সংক্রান্ত সেবা খাত, পর্যটন শিল্প, কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে এমন মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এক্ষেত্রে ফিলিপাইনের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে। ফিলিপাইনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরইউ/এমএমএ/