কাটাখালির মেয়রকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মহানগর ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে তারা এ ঘোষণা দেয়।
রাজশাহী মহানগর ছাত্রলীগ শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি বের করে। পরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আব্বাস আলীর কুশপুত্তলিকা দাহ করে রাজশাহীতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে আব্বাস আলীকে মেয়র পদ থেকে দ্রুত অপসারণ এবং তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার ১২ জন কাউন্সিলর।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে পৌর ভবনে আয়োজিত প্রতিবাদ সভায় কাউন্সিলররা এই দাবি জানান।
আব্বাস আলী কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্ব আছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে তার বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও কথোপকথন মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে সমালোচনা ও দলীয় ক্ষোভের মুখে পড়েন তিনি।
/এএন