সব সিটিকে স্বাবলম্বী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ
দেশের সব সিটি করপোরেশন স্বাবলম্বী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের একটি প্রজেক্ট অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
দেশের সব সিটি করপোরেশনকে উন্নয়ন কাজে অনুদান দিতে হয়। তাই তাদেরকে স্বাবলম্বী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন।
রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে ৬টি নতুন ও পাঁচটি পুরাতন প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, দেশের উন্নয়ন কাজে দেশের সব সিটি করপোরেশনকে অনুদান দিয়ে থাকে সরকার। এতে সরকারের ব্যয় বাড়ে। তাই তাদেরকে স্বাবলম্বী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে নিজস্ব আয় দিয়ে তাদের ব্যয় মেটানো যায়।
তিনি আরও বলেন, ‘দেশের খামারিদের দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুঁড়ো দুধ তৈরি করতে নির্দেশ দিয়েছেন। যাতে সারাবছরে দুধ খাওয়ার সুযোগ হয়। প্রকল্পের বারবার সংশোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে ১০ বছর ধরে আর কোনো খাল খনন না করা হয়। এভাবে খাল সংসোধন করা যাবে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে কোনো দুর্নীতি হয় না। তবে ব্যক্তি পর্যায়ে কেউ দুর্নীতি করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। আগামীতেও নেবে।’
ঈদের সময় সংস্কার কাজের জন্য যানজট বাড়ে-এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঈদের সময় যানজট হয় আবহমানকাল থেকে। ৪০ বছর আগেও ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চার ঘণ্টা লাগত। এখনো অনেক রাস্তাঘাট ভালো হয়েছে। চওড়া হয়েছে। তারপরও বেশি সময় লাগে। গাড়ি-ঘোড়া বাড়ার কারণে এই অবস্থা। হাওড় এলাকায় বাদ ভাঙছে জনগণের ভোগান্তি বাড়ছে।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, হাওরে আর কোনো মাটির সড়ক হবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। আমি ওই এলাকার পানিতে বাস করার মানুষ। পানি ভালোবাসি। যে সকল বাঁধ ভাঙতে তার অধিকাংশই কাঁচাপাকা বাঁধ। তাই ওই বাঁধ ভাঙার কারণে ফসল ডুবে যাচ্ছে। ফলেএতে অনেকে আধা পাকা ধান কাটছে।
জেডএ/এমএমএ/