’হয়তো দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র’
গণতন্ত্র সম্মেলনের প্রথম পর্বে সম্ভবত দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সে কারণে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও শান্তি’ শীর্ষক এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
কয়েক বছর ধরে বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র বিরাজ করছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত স্বচ্ছ গণতন্ত্র। জনগণ সুষ্ঠু ও মুক্তভাবে ভোট দিতে পারছে। দেশে সব মানুষ ভোট দিতে পারে।’
গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি এমন ধারণা প্রত্যাখ্যান করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা দুই ধাপে এই সম্মেলন করবে। এ বছর এবং আগামী বছর। প্রথম ধাপে কয়েকটি দেশ যোগ দেবে। আমরা হয়তো দ্বিতীয় পর্বে আমন্ত্রণ পাবো।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গণতন্ত্র কীভাবে চলবে সেটা আমরা ভাববো। অন্যের পরামর্শ নিয়ে আমরা চলবো নাা। যুক্তরাষ্ট্র বরং আড়াইশ বছরের গণতন্ত্র নিয়ে সমস্যায় আছে। কয়েকদিন আগে দেশটিতে কী ঘটেছে আপনারা দেখেছেন।’
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৯ ও ১০ ডিসেম্বর গণতন্ত্র নিয়ে এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন আয়োজন করেছেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলনে ১১০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের তালিকায় বাংলাদেশ নেই। দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরইউ/এএন