শিক্ষার্থীদের ভাড়ায় ছাড় দেবে বিআরটিসি
বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়ায় ছাড় দেওয়া হবে। কিন্তু বেসরকারি বাস মালিকরা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ায় সেবা দিতে রাজি নন।
বৃহস্পতিবার বিকেলে বনানীর বিআরটিএ কার্যালয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহণ সচিব নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকার আন্তরিক। তবে পরিবহণ মালিকরা ভাড়া কমাতে আগ্রহী নন। সরকারের পক্ষ থেকে পরিবহণ মালিকদের বলা হয়েছে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) হিসেবে শিক্ষার্থীদের ভাড়া কমানোর বিষয়টি বিবেচনায় নিতে।’
এই বিষয়টি সুরাহা করার জন্য আজ বৈঠক ছিল জানিয়ে সচিব বলেন, ‘মালিকদের সব প্রতিনিধি আজ আসতে পারেননি। তাই, যত দ্রুত সম্ভব নিজেরা বসে একটি প্রস্তাব দেওয়ার জন্য বাস মালিক সমিতিকে অনুরোধ জানানো হয়েছে।’
ভাড়ার বিষয়টি চাপিয়ে দেওয়া যাবে উল্লেখ করে সড়ক পরিবহণ সচিব বলেন, ‘সরকার যদি নির্দিষ্ট একটি হার উল্লেখ করে বলে দেয়, বেসরকারি মালিকদের সেটি মানতে হবে। সেক্ষেত্রে তারা হয়তো বাস চালানো বন্ধ করে দেবেন। তখন জনভোগান্তি বাড়বে। এ জন্য বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করতে হবে।’
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের প্রতিনিধি ছাড়া বিআরটিসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি বাসে কত ছাড় দেওয়া হবে তা আগামীকাল শুক্রবার জানাবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরইউ/এএন