আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বাংলাদেশের সহযোগিতা কামনা কসোভোর
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন কসোভোর রাষ্ট্রদূত গুনের ওরেয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করে এ সহযোগিতা চান রাষ্ট্রদূত। এ সময় কসোভোর রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শাহরিয়ার আলম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সদ্য সমাপ্ত ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী এবং কসোভোর পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার সাইডলাইন বৈঠকের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেন, ‘উক্ত বৈঠকের পর বাংলাদেশ ও কসোভো অনেক কাছাকাছি এসেছে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কসোভোতে রাষ্ট্রীয় সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা জানান কসোভোর রাষ্ট্রদূত। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন কসোভো রাষ্ট্রদূত।
বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। ইতোমধ্যে কসোভোর সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আরও কিছু সমঝোতা চুক্তি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
আরইউ/এএন