বঙ্গবন্ধুর সমাধিতে বিএফইউজের নতুন কমিটির শ্রদ্ধা
ছবি : সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএফইউজের নবনির্বাচিত কমিটির নেতারা।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর ফাতেহাপাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ছিলেন।
এ ছাড়া সহ-সভাপতি মধুসূধন মণ্ডল, শহীদ উল আলম, আফরোজা আক্তার ডিউ, মোশাররফ হোসেন, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সেবীকা রানীসহ আরো অনেকে ছিলেন।
এসএন/এমএমএ