নিয়মিত চ্যানেলে কর্মী নেওয়ায় ইতালিকে ধন্যবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
'ভিনটেজ কার এবং বাইক শো' অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিয়মিত চ্যানেলে কিছু কর্মী নিয়োগের সুযোগ দেওয়ায় ইতালিকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (১ এপ্রিল) সকালে গুলশান-২ এ ইতালি দূতাবাস পার্কে ঢাকায় ইতালি দূতাবাসের আয়োজনে বাংলাদেশ ও ইতালির মধ্যে বন্ধুত্বের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে 'ভিনটেজ কার এবং বাইক শো' অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের জনগণের মধ্যে যোগাযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান চালিকাশক্তি। ইতালিতে অবস্থান করা প্রবাসীরা আমাদের সমাজ এবং অর্থনীতি উভয়ক্ষেত্রেই বিভিন্ন উপায়ে অবদান রাখেন।
নিয়মিত চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কিছু কর্মী নিয়োগের সুযোগ দেওয়ায় ইতালিকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশ আমাদের জনগণের নিরাপদ ও সুশৃঙ্খল গতিশীলতা উন্নীত করার জন্য আরও আইনি পথ প্রসারিত করতে আগ্রহী।
২০২০ সালে ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সেই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করে। শিল্প যন্ত্রপাতি, সরবরাহ এবং প্রতিরক্ষা সংগ্রহে ইতালি ক্রমশ আমাদের পছন্দের অংশীদার হয়ে উঠছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি চট্টগ্রাম এবং রাভেনা বন্দরের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু করা বাণিজ্য সুবিধার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। ৫০ বছর উদযাপনের এই সময়ের মধ্যে আমরা আরও কিছু মাইলফলক অর্জন করতে পারব বলে আশা করছি। আমরা এই বছরের শেষের দিকে প্রথম ফরেন অফিস কনসালটেশনের জন্য অপেক্ষা করছি।
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতালীয় দূতাবাস আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি সুন্দর লোগো তৈরি করেছে, যেখানে দুটি বন্ধুত্বপূর্ণ হাত একটি পূর্ণ বৃত্তে একে অপরের কাছে পৌঁছায়। ভিনটেজ গাড়ির এই আকর্ষণীয় সংগ্রহ দুদেশের মানুষকে একে অপরের কাছাকাছি আনতেও ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা।
আরইউ/আরএ/