সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশকে সফটওয়্যার দিতে চায় ইইউ
সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে নিরাপত্তা সফটওয়্যার ক্রিমারিও দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ এ ব্যাপারে কোনো জবাব দেয়নি।
শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ইইউর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেনটিন।
বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে ইইউ যোগাযোগ রাখছে জানিয়ে ইইউ বিশেষ দূত বলেন, নিরাপত্তা সফটওয়্যার ক্রিমারিও ব্যবহারের মাধ্যমে সমুদ্রে কী ঘটছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব। নৌবাহিনী ও কোস্টগার্ড এটি ব্যবহার করতে পারবে। এ ব্যাপারে বাংলাদেশের জবাবের অপেক্ষায় আছি।
ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।
আরইউ/আরএ/