কনস্টেবল থেকে ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডার
কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেছিলেন আব্দুল হাকিম। তার বাড়ি নরসিংদী জেলা। তিনি ২০১৩ সালে পুলিশ কনস্টেবলে যোগদান করেন। পুলিশ কনস্টেবলের চাকুরির পাশাপাশি তিনি লেখাপড়া চালিয়ে যান।
আব্দুল হাকিমের নিজ প্রচেষ্টায় ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে গণমাধ্যমে তাকে নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ কাউন্টার টেররিজম ইউনিটের (সহকারী পুলিশ সুপার) গোলাম রুহুনী ঢাকাপ্রকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুল হাকিম এখন কোথায় কর্মরর্ত রয়েছে তা আমি বলতে পারছি না। তবে আমি জানতে পেরেছি সে ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।
আব্দুল হাকিমের সঠিক পরিচয় অনেকেই না জেনে সোশ্যাল মিডিয়াতে বলছে, ৪০তম বিসিএস জয় করে কনস্টেবল থেকে হলেন পুলিশ ক্যাডার।
কেউ কেউ বলছেন, একটা মানুষ যখন স্বপ্ন পুষে রাখে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে তখন সবকিছু সহজ মনে হয়। অভিনন্দন আব্দুল হাকিম।
আবার কেউ বলছেন, আমাদের নরসিংদীর আব্দুল হাকিমও পেরেছেন। ৪০তম বিসিএসে সবাইকে তাক লাগিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন পুলিশ ক্যাডারে।
সানি নামের এক ব্যক্তি জানান, তিনি এমন আর একজনকে দেখেছিলেন। সাব-ইন্সপেক্টর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ করতেন। পড়াশোনা করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গাইবান্ধার একটি কলেজে। লোকটাকে খুব ভাল লাগত, সারাক্ষণ বই নিয়ে থাকতেন। কবি নজরুলের মাজারের ভেতরে, কখনো চারুকলার নিরিবিলি স্থানে দেখতাম বই পড়তেন। ৩১তম বিসিএস পুলিশ ক্যাডার হয়েছিলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়'। ঠিক এটাই সত্যি।
তবে এ বিষয়ে আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং সে কোথায় চাকুরিতে কর্মরর্ত রয়েছেন সেটাও কেউ নিশ্চিত করতে পারেন নি।
কেএম/এমএমএ/