দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে সম্মত ঢাকা-সিউল
দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্র।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সম্মতি দিয়েছে দুই দেশ।
বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্র বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য ও জৈবপ্রযুক্তি এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ অভিন্ন স্বার্থ ও উদ্বেগের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং কোরিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্র বিষয়ক প্রথম ভাইস মিনিস্টার চোই জং কুন বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে এলডিসি থেকে স্নাতকসহ বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করে কোরিয়ার ভাইস মিনিস্টার দ্রুত আর্থ-সামাজিক অগ্রগতির জন্য বাংলাদেশের অগ্রাধিকারমূলক খাতগুলোতে তাদের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
কোরিয়া প্রজাতন্ত্র সীমান্ত প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং ক্লিন এনার্জিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করতে সম্মত হয়েছে। পররাষ্ট্র সচিব মোমেন বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উভয়পক্ষই ২০২৩ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ রাজনৈতিক পর্যায়ের সফরগুলো করতে সম্মত হয়েছে এবং জনগণের মধ্যে যোগাযোগকে আরও উন্নীত করার জন্য একে অপরের রাজধানীতে উপযুক্ত পরিপূরক কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য সমস্ত আন্তর্জাতিক পদক্ষেপে জোরালো সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এবং সার্ক ও আইওআর-এর সঙ্গে কোরিয়া প্রজাতন্ত্রের অব্যাহত সম্পৃক্ততার গভীরভাবে প্রশংসা করেছে।
কোরিয়া প্রজাতন্ত্র বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের অবদান এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ইস্যুতে নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। উভয়পক্ষই জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমের পাশাপাশি সবুজ বৃদ্ধির উদ্যোগ, বিশেষ করে ক্লিন এনার্জির বিকাশ এবং সবুজ প্রযুক্তির অগ্রগতিতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।
বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কোরিয়ান সরকারের মানবিক সহায়তার প্রশংসা করেছে বাংলাদেশ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখার জন্য কোরিয়ান সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) কাজী রাসেল পারভেজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
আরইউ/আরএ/