এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা: সচিব
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মাহবুব হোসেন।
সচিব বলেন, 'এসকে সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন এবং তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় নগদ দুই লাখ ৮০ হাজার ডলার দিয়ে বাড়ি কেনেন।'
তিনি বলেন, 'অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও তা পাচারের দায়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ হওয়ার তার বিরুদ্ধে দুদক কর্তৃক একটি মামলা করা হয়।'
মানিলন্ডারিং প্রতিরোধ আইনে (সংশোধিত ২০১৫) অপরাধ প্রমাণ হলে সবোর্চ্চ ১২ বছরের সাজা হতে পারে বলেও জানান সচিব।
অর্থ পাচারে বিষয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরব আমিরাতসহ পথিবীর বিভিন্ন দেশে এসকে সিনহার সম্পদের তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক। দুদকের পাঠানো সেসব চিঠির প্রেক্ষিতে সিনহার বাড়ি কেনার রেকর্ডপত্র দুদক কর্মকর্তার হাতে এসে পৌঁছে।
কমিশনের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদেশে বাড়ি কেনার জন্য সাবেক এই প্রধান বিচারপতির ছোট ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে বাড়ি কেনার অর্থ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচার করেছেন। এই সংক্রান্ত রেকর্ডপত্রাদির সত্যতা মিলেছে।
সচিব বলেন, ‘এসকে সিনহা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে তার ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছেন এবং সে টাকায় তিনি সেখানে বাড়ি কিনেছেন।’
দুদক জানায়, এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা আমেরিকায় একজন চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি দেশটির একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য ১ লাখ ৮ হাজার ৭৫০ ডলার ঋণ নিয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে একটি বাড়ি কেনেন। ২০১৮ সালের ১২ জুন ২ লাখ ৮০ হাজার ডলার নগদ অর্থ দিয়ে আরেকটি বাড়ি কেনেন তিনি।
এমএ/এমএমএ/