সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সরকারের অঙ্গুলি হেলনে চলে না: আইনমন্ত্রী
সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন অত্যান্ত দায়িত্বশীল। তাদের সিদ্ধান্ত তারাই নিতে পারে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সরকারের অঙ্গুলি হেলনে চলে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের এ সংক্রান্ত কথার জবাবে আইনমন্ত্রী একথা বলেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ প্রশ্ন তুলে কিছু কথা বলেন আইন প্রণয়ন প্রক্রিয়ার সময়। তবে আইনমন্ত্রী যখন বক্তব্য দেন তখন হারুনুর রশীদ সংসদ কার্যক্রম থেকে ওয়াকআউট করে চলে যান। তাই মন্ত্রীর জবাবে তিনি শোনেনি।
তার এই ওয়াকআউটকে স্ট্যানবাজি আখ্যায়িত করে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সরকারের অঙ্গুলি হেলনে চলে না। সেখানে একটা নির্বাচন হয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেই নির্বাচনে সেখানে ভোট গণনায় যারা সুপ্রিম কোর্ট বার অ্যাসেসিয়েশনের সদস্য, যারা সেই নির্বাচনে প্রার্থী ছিলেন তাদের ভোট গণনায় আপত্তি আছে। ভোট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সেটা সঠিকভাবে ঠিক করবেন।
মন্ত্রী আরও বলেন, গতকাল বুধবার (৩০ মার্চ) তারা একটা সভা করেছেন। নির্বাহী কমিটির গতকালকের সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। সুপ্রিম কোচর্ট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবীরা সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক সাধারণ সম্পাদক যারা আছেন তরা বসে সিদ্ধান্ত নেবেন যে পরিস্থিত সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতে থেকে কিভাবে বের হয়ে আসা যাবে এবং এটা কিভাবে নিষ্পত্তি হবে। আমি মনে করি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অত্যান্ত দায়িত্বশীল, তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এটা সরকাররে ঘাড়ে চাপনো উনার ঠিক হয় নাই বলেও সমালোচান করেন আনিসুল হক।
এসএম/কেএফ/