টিপু হত্যার বিচার চান প্রীতির বাবা
আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী ফারজানা ইসলাম ডলি। ওই মামলায় উল্লেখ করা হয়, টিপুকে হত্যার সময় প্রীতি নামে এক পথচারীকেও হত্যা করা হয়েছে।
এদিকে প্রীতির বাবা জামাল উদ্দিন আহমেদ বলেছেন, টিপু হত্যাকাণ্ডের বিচার হলেই তিনি তার মেয়ে হত্যার বিচার পেয়ে যাবেন। জামাল উদ্দিন বলেন, আমি টিপু হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।
বুধবার (৩০ মার্চ) রাজধানীর পশ্চিম শান্তিবাগের বাসায় প্রীতির বাবা উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, আমার পক্ষে এককভাবে মামলা করে বিচারের জন্য কারো দ্বারে দ্বারে ঘুরা সম্ভব না। কারণ আমরা পারিবারিকভাবে অস্বচ্ছল। মামলা যদি করতে যায়, তাহলে আমাদের থানা ও কোর্টের বারান্দা পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে।
জামাল উদ্দিন বলেন, আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবেই থাকতে চাই আমরা ঝামেলা পছন্দ করিনা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা দেশের উন্নয়ন চাই। তবে বলবো এভাবে যেন আর কোন বাবা মায়ের বুক খালি না হয। এদিকে সরকার যেনো একটু খেয়াল রাখে। এছাড়া আমার পরিবারের দিকেও যেন একটু খেয়াল রাখে।
এভাবে আপনার মেয়ে মারা গেল এর দায় আপনি কাকে দিবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হায়াত-মউত সব আল্লাহর হাতে। তারপরও কোন বাবা-মা চায় না, তার সামনে তার কোন সন্তান অকালে ঝরে যাক।
প্রীতির বাবা বলেন, আমার মেয়েটা চলে গেছে মেয়েটা আর আসবে না। কিন্তু মেয়েটা আমার পাশে দাঁড়াতে চেয়েছিল আর্থিক সচ্ছলতার জন্য, কিন্তু সেটা আর হলো না আমি কষ্টে আছি কষ্টেই থাকতে হবে।
প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, দেশের যে অবস্থা তাতে বিচার শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না বিচার হয়েছে। আমার বয়স প্রায় ৫১ বছর ছোটকাল থেকে দেখে এসেছি, যেই সরকারই আসুক কিছু বিচার হয়, কিছু বিচার হয় না। তবে আমি আশাবাদী বিচার পাব। আসামিরা অল্প সময়ে ধরা পড়েছে, তাতে বিচার হবে বলে আশা করেন প্রীতির বাবা।
কেএম/এএস