‘তেলের দাম বাড়ানো ঠিক হয়নি’
বর্তমান অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসীম উদ্দিন।
বৃহস্পতিবার মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সফর শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মো. জসীম উদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম সামান্য বাড়লেই সরকার বাড়িয়ে দেবে তা হতে পারে না। কারণ বর্তমানে বিশ্ববাজারে আবার জ্বালানির দাম কমেছে। তাই এখন দাম অবশ্যই কমাতে হবে। দাম বাড়লে তাৎক্ষনিকভাবে বাড়াবে, কিন্তু কমলে আর কমাবে না, এটা তো হতে পারে না।’ ডলারের মতোই বাড়লে বাড়বে, আর কমলে দাম কমানো উচিৎ বলে অভিমত প্রকাশ করেন ব্যবসায়ীদের এই শীর্ষ নেতা।
জসীম উদ্দিন বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআইর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সফর করেছে। এই সফরে বিভিন্ন সভায় বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। তাতে তৃতীয় প্রজন্মের যুব প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এতে বিনিয়োগ বাড়বে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহ-সভাপতি এমএ মোমেনসহ অন্য শীর্ষ ব্যবসায়ীরা।
জেডএ/এএন