বুলবুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজও মানববন্ধন
ডা. আহমেদ মাহী বুলবুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবারও (৩০ মার্চ) মানববন্ধন করেছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।
এদিন দুপুরে রাজধানীর মগবাজারে সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টারের সামনে আয়োজিত মানববন্ধনে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা চান বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত করে খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। খুনীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিও দাবি করেন তারা।
তারা বলেন, বুলবুলের পুরো পরিবার তার আয়ের উপর নির্ভরশীল ছিল। তাকে হত্যা করে পুরো পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। তার দুটি শিশু সন্তান আজ এতিম। সরকারকে বুলবুলের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূঁইয়া, ইউডিসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. খালেদ মাহমুদ হোসেন তান্না, ইউডিসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. গোবিন্দ ভৌমিক বৃন্দ, সদস্য ডা. আব্দুল কাদের, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের শিক্ষক ডা. সাইফুল, ডা. আজাদ, ডা. আতিক, ডা. অনিকেত, ডা. মেহেদি আল মাসুদ।
এ ছাড়া, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ডা. শামীম, ডা. গালিব, ডা. আরিফুর রহমান, ডা. ফারহান, ডা. ফাহিম, ডা. নিলয়, ডা. ফারদিন প্রমুখ বক্তব্য রাখেন।
এনএইচবি/এমএমএ/