এসএফডিএফ ও জিএআইএন-এর মধ্যে সমঝোতা স্বাক্ষর
বুধবার (৩০ মার্চ) সচিবালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এবং আন্তর্জাতিক পুষ্টি উন্নয়ন সংস্থা (জিএআইএন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ।
সংস্থা দু’টি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দারিদ্র্য বিমোচন ও উন্নত পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে।
এসএফডিএফ-এর পক্ষে মো. জাকির হোসেন আকন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং জিএআইএন-এর পক্ষে ড. লরেন্স হাদ্দাদ, নির্বাহী পরিচালক সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন ।
সমঝোতা স্বাক্ষর শেষে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, নাগরিকদের কর্মক্ষম ও সুস্থ জীবন যাপনের প্রয়োজনে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের আর্থিক ও প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টিকর খাদ্য ভেল্যু চেইন ইত্যাদি কর্মসূচি এই সমঝোতা স্মারকটিতে উল্লেখ করা হয়েছে ।
এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় সংস্থা বাংলাদেশের নারী, শিশু, কিশোর-কিশোরীদের পুষ্টির অবস্থার উন্নতির জন্য সহযোগিতা ও পরিসেবাগুলো লক্ষিত জনগোষ্ঠির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে।
একই সঙ্গে এই সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা এসডিজি-২ (ক্ষুধা মুক্তি), এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৫ (জেন্ডার সমতা) ও এসডিজি-৮ (শোভন কর্ম সুযোগ সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি) অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি এবং বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন ।
তা ছাড়া, জিএআইএন-এর পক্ষে ডা. রুদাবা খন্দকার, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এমএমএ/