স্বাক্ষরিত হলো ‘বিমসটেক সনদ’
বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের নেতারা ‘বিমসটেক সনদে’ স্বাক্ষর করেছেন। বুধবার (৩০ মার্চ) শ্রীলঙ্কার রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম শীর্ষ সম্মেলনে সংস্থার কার্যক্রমকে আরও কাঠামোগত ও নিয়মভিত্তিক করতে সনদে স্বাক্ষর করে সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো।
ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত বিমসটেক কনভেনশনে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী বা তাদের মনোনীতরা স্বাক্ষর করেছেন।
বিমসটেক সম্মেলেন যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভুটান, নেপাল, থাইল্যান্ড ও মিয়ানমারের অন্যান্য বিমসটেক নেতারা ভার্চ্যুয়ালি শ্রীলঙ্কায় আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দেন।
শ্রীলঙ্কার কলম্বোতে বিমসটেক টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটি (টিটিএফ) প্রতিষ্ঠার বিষয়ে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএ) বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা মনোনীত স্বাক্ষরকারীদের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল।
বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক একাডেমি বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে (এমওইউ) পররাষ্ট্রমন্ত্রী বা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মনোনীত স্বাক্ষরকারীরা স্বাক্ষর করেছেন। পরে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র গৃহীত হয়।
এর আগে আজ সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বিমসটেকের বিদায়ী চেয়ারম্যান হিসেবে সমাপনী বক্তব্যও দেন তিনি।
এসএ/