শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা, ঠাঁই হচ্ছে না হাসপাতালের বিছানায়

দুই মাস আগের তুলনায় দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এর ফলে হিমশিম খেতে হচ্ছে আইসিডিডিআর,বি'র হাসপাতালকে। কারণ হাসপাতাল ভাষ্যমতে এক মাস আগেও প্রতিদিন রোগী ভর্তি হতো ৪৫০ থেকে ৫০০, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫০ থেকে ১৩০০ জনে। ফলে হাসপাতালের বিছানায় ঠাঁই হচ্ছে না নতুন ভর্তি হওয়া রোগীদের। তাদের হাসপাতাল কর্তৃপক্ষের টাঙানো তাবুর নিচেই নিতে হচ্ছে চিকিৎসাসেবা।

আইসিডিডিআর,বি'র হিসাবে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ১ হাজার ২৭২, বুধবার ১ হাজার ২৩৩, বৃহস্পতিবার ১ হাজার ১৭৬, শুক্রবার ১ হাজার ১৩৮, শনিবার ১ হাজার ২৪৫, রবিবার ১ হাজার ২৩০, সোমবার ১ হাজার ২০৭ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে। অতএব এক সপ্তাহে ডায়রিয়া রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল মোট সাড়ে আট হাজার।

এমন পরিস্থিতিতে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে পারছেন না বলে জানালেন আইসিডিডিআরবি'র হাসপাতাল শাখার প্রধান ডা. বাহারুল আলম। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‌‌'দুই মৌসুমে বাংলাদেশে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। একটা গরমের শুরুতে, আরেকটা শীতের শুরুতে। এখন গরমের মৌসুম শুরু হচ্ছে। ফলে ডায়রিয়ার রোগী কিছুটা বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু গত কয়েকদিনে এই বৃদ্ধির হারটা একটু বেশি। দুই মাস আগের তুলনায় এখন অন্তত আড়াই গুণ রোগী বেশি ভর্তি হচ্ছে। সবার মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো ডায়রিয়া হলেই আইসিডিডিআরবিতে যেতে হবে। ফলে আমাদের এখানে রোগীর চাপ এতটাই বেশি যে, আমরা স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে পারছি না। সরকারি যে কোনো হাসপাতালে গেলেই ডায়রিয়া রোগের চিকিৎসা পাওয়া যায়। সব জায়গাতেই একই ধরনের চিকিৎসা।'

এদিকে গরমের মৌসুমে ডায়রিয়ার প্রকোপ ঠেকাতে একটা সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা. বেনজীর আহমেদ। তাঁর মতে, 'আমি যখন দায়িত্বে ছিলাম, তখন স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সিটি কর্পোরেশন ও ওয়াসাকে সঙ্গে নিয়ে কিছু যৌথ উদ্যোগ নিয়েছিলাম। সেগুলোর আর বাস্তবায়ন হয়নি। মূলত আইসিডিডিআর,বি এই উদ্যোগগুলো নিতে পারে। তাদের মূল কাজ তো ডায়রিয়া নিয়ে গবেষণা করা। কিন্তু তারা এখন এই কাজের বাইরে আরো অনেক রোগ নিয়ে গবেষণা করছে। ফলে মূল কাজ থেকে ফোকাস হারিয়ে যাচ্ছে। এখন এদিকে তাদের মনোযোগ দরকার।'

অন্যদিকে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে মানুষের অসাবধানতাকেই দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ' করোনা মহামারির বিধিনিষেধ উঠে যাওয়ার পর মানুষের অসাবধানতা, বাইরের খাবার ও পানীয় গ্রহণে অসর্কতার কারণে এবার ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ী, মুগদা, শনিরআখড়া, মানিকনগর, উত্তরখান, দক্ষিণখান, কড়াইল, মোহাম্মদপুর, মিরপুরে ডায়রিয়ার প্রকোপটা বেশি। ওইসব এলাকায় এখন খাবার পানির তীব্র সংকট। ফলে ওই এলাকার বাসিন্দারা যে পানি খাচ্ছেন, সেটা অধিকাংশ ক্ষেত্রেই দূষিত। এখন ওয়াসাকে দ্রুত ওইসব এলাকায় খাবার পানির ব্যবস্থা করতে হবে। তাহলে পরিস্থিতির উন্নতি হবে।' সূত্র-ডয়চে ভেলে

এসআইএইচ

Header Ad
Header Ad

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার

ওসি মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি ও গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক (ওসি) মো. শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ৫ আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যার মামলার আসামি ছিলেন তারা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল এই ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করে।

পরে ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবলসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী মাসে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করে। শফিকুল ইসলাম ছাড়া কারাগারে পাঠানো অন্য পুলিশ সদস্যরা হলেন, গাজীপুর জেলা গোয়েন্দা শাখার সাবেক পরিদর্শক এম আশরাফ উদ্দিন, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যা করা হয়। ওই মামলায় ভাঙ্গা থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যকে আসামি করা হয়।সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ডিবিতে কর্মরত ছিল।

Header Ad
Header Ad

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপা বাদে সব দল আমন্ত্রিত

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এসময় দলের লোগো, মনোগ্রাম এবং পতাকাও উন্মোচন করা হতে পারে।

দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠানে একটি বিশাল জমায়েতের আয়োজনের পরিকল্পনা করছে। সেই লক্ষ্যে ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীদের আসতে বলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সদস্যরা, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতিকরা।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে বিতর্ক এড়াতে, কিছু উপদেষ্টা এবং ছাত্রনেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

এনসিপির প্রতিষ্ঠাকালীন সভায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির শীর্ষ নেতারা, যেমন খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এছাড়া, ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় নাগরিক পার্টির এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

Header Ad
Header Ad

চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য আটক

চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য আটক। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি সাগরময় আচার্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চুয়েট ছাত্রলীগ সভাপতি সাগরময়কে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত জানানো হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপা বাদে সব দল আমন্ত্রিত
চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য আটক
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলেন জেদনী
বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার
মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব দোকান
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ, ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
মিয়ানমারে আটক ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন
নতুন ছাত্রসংগঠন থেকে ২ নেতার পদত্যাগ
রাত পোহালেই বিএনপির নওগাঁ সদর ও পৌরসভা ভোট
দেশের বাজারে ফের কমলো সোনার দাম
চুয়াডাঙ্গায় গুণগতমানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহারবিষয়ক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি-লুটপাট, গ্রেফতার ৪
সবার জন্য উন্মুক্ত কনসার্ট, জেমসসহ গাইবেন আরও পাঁচ ব্যান্ড
বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে ছেলেকে অপহরণ
রামপুরায় গাড়িচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৫৩ জন কর্মকর্তাকে রদবদল
‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’
বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা